বলিউড
অভিনেত্রী সোনাক্ষী সিনহা গত বছর তার
দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে তাদের ছয় বছরের সম্পর্ক ছিল। বিয়ের পর সোনাক্ষীর জীবনে
কতটা পরিবর্তন এসেছে এবং তিনি অভিনয় চালিয়ে যাবেন কিনা, সে বিষয়ে সম্প্রতি
তিনি তার ইউটিউব চ্যানেলে কথা বলেছেন।
সোনাক্ষী
মনে করেন যে জীবনকে শুধু
বিয়ের মাধ্যমে বিচার করা উচিত নয়। বিয়ে জীবনের একটি অংশ, এবং এটি জীবনে কিছু নতুন জিনিস যোগ করে, কিছু জিনিস প্রতিস্থাপন করে না। তাই বিয়ের পরে মহিলারা কাজ করবেন কিনা, তা সম্পূর্ণ তাদের
ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে।
সোনাক্ষীর
কাছে কাজ খুবই গুরুত্বপূর্ণ। ‘আমার কাছে কাজ খুব গুরুত্বপূর্ণ। আমি
আমার কাজ ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই।’
নিজেকে সৃজনশীল
মানুষ দাবি করে এই অভিনেত্রী বলেন,‘আমি সৃজনশীল মানুষ। তাই কোনও কিছু সৃষ্টি করতে পারলে
আমার খুব ভাল লাগে। তাই বিয়ের পরেও আমি কাজ করতে চাই। কিন্তু কেউ যদি কাজ না করতে চান,
সেটাও ঠিক, এটা তাদের সিদ্ধান্ত।’
সোনাক্ষী
তার স্বামী জাহির ইকবালের সহযোগিতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন ‘ও আমার সেরা চিয়ারলিডার। আমার খুশিতে
ও নিজের খুশি খুঁজে পায়। জাহির এমনই যে কোনও কাজেই সঙ্গীকে পাশে পাওয়া খুব জরুরি।’