× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'আমার সব পাপ ধুয়ে গেল' - পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক।

৩১ জানুয়ারি ২০২৫, ১৪:১৭ পিএম । আপডেটঃ ৩১ জানুয়ারি ২০২৫, ১৪:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বলিউডের আলোচিত অভিনেত্রী পুনম পাণ্ডে আবারও খবরের শিরোনামে। অভিনয় অ্যাডাল্ট সাইটে ভিডিও, নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়ানোসহ নানা কারণে আলোচিত তিনি। তবে এবার কোনো বিতর্কিত কাজ নয়, বরং আধ্যাত্মিকতার ছোঁয়ায় তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি কুম্ভমেলা পরিদর্শনে গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন এই অভিনেত্রী।

পুনম পাণ্ডের দাবি, এই পবিত্র স্নানের মাধ্যমে তিনি তার সকল পাপ ধুয়ে ফেলেছেন।

ত্রিবেণী সঙ্গমে এই মডেল-অভিনেত্রীর স্নানের ছবি ইতোমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে পুনমকে কালো-সাদা কুর্তা পরে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে দেখা যাচ্ছে।

পুনম নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, “আমার সব পাপ ধুয়ে গেল।

এছাড়াও, পুনমের কপালে তিলক পরার দৃশ্য দেখা গেছে। কোথাও তিনি পাখিদের জন্য খাবার ছড়িয়ে দিচ্ছেন, আবার কোথাও কুম্ভমেলায় উপস্থিত মহিলাদের সঙ্গে নাচছেন। কুম্ভমেলা থেকে এরকম বিভিন্ন মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। এমনকি সন্ধ্যারতির ঝলকও তার পোস্টে দেখা যায়।

সেই সব ছবির সঙ্গে বিতর্কিত অভিনেত্রী লিখেছেন, “মহাকুম্ভ. জীবনকে খুব কাছ থেকে দেখছি। ৭০ বছরের প্রবীণকে খালি পায়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যেতে দেখেছি। এখানে বিশ্বাসের কোনও সীমা নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.