× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরে অসুস্থ সাবিনা ইয়াসমিন; ভক্তদের মধ্যে উদ্বেগ

বিনোদন ডেস্ক।

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলা সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর মঞ্চে ফিরে আবারও প্রমাণ করেছেন তাঁর অবিস্মরণীয় সংগীত প্রতিভা। শুক্রবার রাতে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করছিলেন তার গানের সুরের যাদু। তবে আনন্দঘন সেই পরিবেশ হঠাৎই বিষণ্নতায় রূপ নেয়, যখন শিল্পী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

গান পরিবেশনের মাঝপথে হঠাৎ ভার্টিগো সমস্যায় আক্রান্ত হন সাবিনা ইয়াসমিন। মাইক্রোফোন স্ট্যান্ডের ওপর ভর করে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তাঁর ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়।

গতকাল (৩১ জানুয়ারি) রাতেই সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানান, সাবিনা ইয়াসমিন এখন সুস্থ আছেন এবং দ্রুতই তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। তবে আজ (০১ ফেব্রুয়ারি) শিল্পীর মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে জানান যে, সাবিনা ইয়াসমিন এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে।

এইচএসবিসি বাংলাদেশের আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে শনিবারও মঞ্চে পারফর্ম করার কথা ছিল এই বরেণ্য শিল্পীর। তবে আয়োজকেরা জানিয়েছেন, সাবিনা ইয়াসমিনের শারীরিক সুস্থতাই এখন সবার অগ্রাধিকার। তাই অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের প্রয়োজন নেই এবং আপাতত তিনি যেন বিশ্রামে থাকেন, সেটাই সবার কামনা।

শিল্পী সাবিনা ইয়াসমিনের দ্রুত সুস্থতা কামনা করে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানাচ্ছেন। তাঁর গান আর সুরের যে জাদু কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তা আজও অমলিন। ভক্তদের একটাই প্রার্থনা—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সুরের মঞ্চে ফিরে আসেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.