সম্প্রতি
বলিউড গায়ক উদিত নারায়ণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় একটি কনসার্টে গান গাওয়ার সময় ৭০ বছর বয়সী
এই শিল্পী, এক নারী ভক্ত সেলফি তুলতে এলে
তাঁর গালে একবার চুমু খান। এই পর্যন্ত বিষয়টি ঠিক থাকলেও সাথে সাথেই উদিত সেই ভক্তকে
কাছে টেনে ঠোঁটে চুমু খান। এই
ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর সমালোচনা করেছেন।
এই
ঘটনার প্রতিক্রিয়ায় উদিত নারায়ণ জানিয়েছেন যে তিনি তাঁর
ভক্তদের ভালোবাসেন এবং তাঁদের খুশি করতে চান। তিনি আরো বলেন যে তিনি ৪৬
বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং কখনো তাঁর ভাবমূর্তি নষ্ট করেননি। তিনি দাবি করেন যে এই ঘটনাকে
বড় করে দেখার কিছু নেই।
ভাইরাল
হওয়া ভিডিওটিতে দেখা যায় যে উদিত নারায়ণ
তাঁর জনপ্রিয় গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইছেন এবং একই সাথে তাঁর নারী ভক্তদের সাথে সেলফি তুলছেন ও তাঁদের চুমু
খাচ্ছেন। এই ভিডিওটি ছড়িয়ে
পড়লে অনেকেই তাঁর সমালোচনা করেন এবং তাঁর আচরণকে ‘উদ্ভট' বলেন। কেউ কেউ আবার এই ভিডিওটিকে এআই
প্রযুক্তির ভুল ফলাফল বলেও মনে করছেন।
তবে উদিত নারায়ণ স্পষ্ট করে জানিয়েছেন যে ভিডিওটি এআই
দিয়ে তৈরি করা হয়নি।