× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে গ্র্যামিতে 'বেস্ট কান্ট্রি অ্যালবাম' জিতলেন বিয়ন্সে

বিনোদন ডেস্ক।

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম । আপডেটঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

হলিউড পপ স্টার বিয়ন্সে গ্র্যামির মঞ্চে আরও একবার ইতিহাস গড়লেন। এই নিয়ে মোট ৩২ বার গ্র্যামি জিতলেন এই শিল্পী। শুধু তাই নয়, বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে ৫০ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ শিল্পী হিসেবে গ্র্যামি জিতে নিলেন তিনি। গতবছর মুক্তি পাওয়া তার অ্যালবাম ‘কাউবয় কার্টার’ এই বিভাগে পুরস্কার জিতেছে। 

‘কাউবয় কার্টার’ অ্যালবামটি আমেরিকার পশ্চিমাঞ্চলে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের জীবনকথা তুলে ধরেছে। মুক্তির পর থেকেই অ্যালবামটি জনপ্রিয়তা লাভ করে। গ্র্যামির ৬৭তম আসরে বিয়ন্সের এই সাফল্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই বছর গ্র্যামিতে বিয়ন্সে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন, যা অন্য যেকোনো শিল্পীর চেয়ে বেশি। ‘কাউবয় কার্টার’ অ্যালবামের মাধ্যমেই তিনি এই মনোনয়নগুলো পেয়েছিলেন।

গ্র্যামি হাতে নিয়ে বিয়ন্সে বলেন, ‘আমি সবাইকে তাদের স্বপ্ন নিয়ে কাজ করতে এবং নিজেদের লক্ষ্য পূরণ করতে অনুপ্রাণিত করতে চাই।’

এছাড়াও, মাইলি সাইরাসের সঙ্গে ‘মোস্ট ওয়ান্টেড’ গানের জন্য তিনি গ্র্যামি জিতেছেন। গ্র্যামির অনুষ্ঠানে বিয়ন্সের পোশাক নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে তার শিমারি গাউনটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

বিয়ন্সের এই অর্জন শুধু তার ক্যারিয়ারের জন্যই নয়, পুরো সঙ্গীত জগতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.