অনেকদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ‘কাজলরেখা’ সিনেমায় তার অনবদ্য অভিনয়ের পর তিনি ওটিটিতে ব্যস্ত হয়ে পড়েন, যেখানে ‘বাজি’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার বড় পর্দায় ফিরছেন তিনি নতুন চমক নিয়ে। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’।
প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরীর পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে মিথিলাকে দেখা যাবে একদম ভিন্ন এক চরিত্রে। ছবির নাম অনুযায়ী, মিথিলার চরিত্রের নাম ‘তারা’। ছবিটি নারীপ্রধান গল্প নিয়ে তৈরি, যা একজন নারীর সাহস, সংগ্রাম এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার অনন্য যাত্রা তুলে ধরবে। অরুণ চৌধুরী এর আগে নারীপ্রধান গল্প নিয়ে কাজ করেছেন, তবে ‘জলে জ্বলে তারা’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন।
সম্প্রতি সিনেমার প্রথম লুক প্রকাশিত হয়েছে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন মিথিলা নিজেই, যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, "'তারার আলোয় ঝলমল করে এই সার্কাস।’ অরুণ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র 'জলে জ্বলে তারা'। আসছে ভালোবাসা দিবসে।" পোস্টারটির রহস্যময় ও সুরম্য আবহ দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলার পাশাপাশি আরও রয়েছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ। তাদের অভিজ্ঞ অভিনয় দক্ষতা এই চলচ্চিত্রের গল্পকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া এই সিনেমাটি মিথিলার অভিনয় জীবনে একটি নতুন অধ্যায় যোগ করবে। নারীপ্রধান গল্পের মাধ্যমে নারীর শক্তি ও স্বাধীনতার বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।