ছবিঃ সংগৃহীত
বাংলা সঙ্গীত জগতের দুই নক্ষত্র, কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন এবং লালনগীতির প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অসুস্থতার খবর লাখো সঙ্গীতপ্রেমী ভক্তের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তাঁদের সুরের জাদুতে বেড়ে ওঠা প্রজন্মের পর প্রজন্ম আজ প্রার্থনায় মগ্ন, প্রিয় শিল্পীদের দ্রুত সুস্থতা কামনায়।
সাবিনা ইয়াসমিন: সুরের পাখির অবিচল সংগ্রাম
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছেন বাংলা গানের এক অবিস্মরণীয় নাম, সাবিনা ইয়াসমিন। প্রায় দেড় যুগ আগে ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি দৃঢ় মনোবল আর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন। তবে সম্প্রতি তাঁর শরীরে পুনরায় ক্যান্সারের আঘাত নেমে আসে।
বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে ২০২৪ সালে পুরো বছর সংগীত থেকে বিরতি নেন তিনি। অবশেষে ৩১ জানুয়ারি ঢাকার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় তাঁর একক সংগীতানুষ্ঠান ‘আমি আছি থাকব’, যেখানে তিনি সাহসিকতার সাথে মঞ্চে ফেরেন। কিন্তু সেদিনই পারফর্ম করার সময় ভার্টিগো সমস্যায় আক্রান্ত হয়ে হঠাৎ পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দেন।
পরদিন, অর্থাৎ শনিবার ভোরে ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রথমে আইসিইউতে রাখা হয়। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, এখন তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নতি করেছে। তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে এবং ২ ফেব্রুয়ারি বাসায় ফেরার অনুমতি পেয়েছেন।
যদিও তাঁর স্থগিত হওয়া কনসার্টটি আর আয়োজন করা হবে না, এবং চিকিৎসকদের পরামর্শে ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনাও আপাতত বাতিল করা হয়েছে।
ফরিদা পারভীন: লালনের সুরে বেঁচে থাকা এক কিংবদন্তি
অন্যদিকে, লালন সংগীতের কালজয়ী শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা পরীক্ষার পর জানা যায়, তাঁর ফুসফুসে পানি জমেছে, যা শারীরিক জটিলতা আরও বাড়িয়েছে।
ফরিদা পারভীনের স্বামী, প্রখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিম জানান, শিল্পীর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডজনিত সমস্যাও রয়েছে, যা তাঁর শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। এছাড়াও, কিডনির সমস্যায় ভুগছেন তিনি এবং ফুসফুসে পানি জমার পাশাপাশি নিউমোনিয়ার সংক্রমণও দেখা দিয়েছে।
তবে সবার জন্য আশার খবর হলো, ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে শিল্পী সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। গাজী আব্দুল হাকিম ভক্তদের উদ্দেশে বলেন, "সবার দোয়ায় ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।"
এই দুই কিংবদন্তি শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশের সঙ্গীতপ্রেমী মানুষ দুঃখ ভারাক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীরা তাঁদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। সাবিনা ইয়াসমিন এবং ফরিদা পারভীন শুধু শিল্পী নন, তাঁরা বাংলা সঙ্গীতের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সুরে মিশে আছে জাতির আবেগ, ভালোবাসা এবং সাংস্কৃতিক ঐতিহ্য।
আজ সবার একটাই প্রার্থনা—যেন এই দুই সঙ্গীত পাখি দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁদের সুরের জাদুতে আমাদের হৃদয় ভরিয়ে দেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh