সম্প্রতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাপ্পারাজ অভিনীত ১৯৯৩ সালের জনপ্রিয় সিনেমা ‘প্রেমের সমাধি'র একটি সংলাপ
ভাইরাল হয়েছে। সংলাপটিতে বাপ্পারাজ শাবনাজের বাবাকে প্রশ্ন করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন?
চাচা, হেনা কোথায়?’
এই
প্রশ্নের উত্তরে শাবনাজের বাবা জানান, হেনার বিয়ে হয়ে গেছে। এরপর বাপ্পারাজ আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার
বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস
করি না।’
এই
সংলাপটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও
ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ
করছেন।
সেই
সংলাপের পর কেউ কেউ
ফেসবুকে শাবনাজের জীবনসঙ্গী নাঈমসহ এমন একটি ফটোকার্ডও ছড়িয়েছেন, যেখানে লেখা রয়েছে, ‘বিশ্বাস করুন, হেনা আমার কাছে।' আর সেই ফটোকার্ড
নজরে এসেছে নাঈমের।
এই
ভাইরাল হওয়া প্রসঙ্গে শাবনাজের স্বামী ও অভিনেতা নাঈম
বলেন, ‘আসলেই তো। হেনা তো আমার কাছেই।
এই সিনেমা যখন হয়েছে, তার আগেই আমার ও শাবনাজের বিয়ে
হয়ে গেছে, অর্থাৎ হেনা আমার হয়ে গেছে।’
তিনি
আরও বলেন, এই ভিডিও ক্লিপ
হঠাৎ কোথা থেকে সামনে এসেছে, কিছুই জানি না। তবে এই ছবি যে
মানুষ মনে রেখেছে। সংলাপ থেকে সংলাপ, গান—সবই উপভোগ করছে, এটা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য পড়ে বুঝতে পারছি। আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে। সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি। শিল্পীর এটাই সবচেয়ে বড় অর্জন।
প্রসঙ্গত,
‘প্রেমের সমাধি' সিনেমায় বাপ্পারাজ ও শাবনাজ প্রধান
চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার জাহান।