× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চতুর্থবারের মত গ্র্যামি জিতে অভিবাসীদের উৎসর্গ করলেন শাকিরা

বিনোদন ডেস্ক।

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা চতুর্থবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। 'লাস মুজেরেস ইয়ো না লোরান' অ্যালবামের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। এই বিশেষ মুহূর্তে শাকিরা তার পুরস্কারটি অভিবাসী ভাইবোনদের জন্য উৎসর্গ করেছেন।

লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিরাকে পুরস্কার তুলে দেন জেনিফার লোপেজ। দর্শক সারিতে ছিলেন শাকিরার দুই সন্তান, মিলান সাশা। পুরস্কার পেয়ে শাকিরা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আমেরিকার দাবানলের কথা উল্লেখ করেন। সেই সাথে তার পাওয়া পুরস্কারটি অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করেন। তিনি বলেন, "আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।"

শাকিরা বিশ্বের সকল কর্মজীবী নারীর পরিশ্রমকেও সম্মান জানান। তার এই অর্জনে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরস্কার নেওয়ার পর তিনি দর্শকদের একটিোখধাঁধানো পারফর্মেন্সউপহার দেন এই গায়িকা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.