কলম্বিয়ান
সংগীতশিল্পী শাকিরা চতুর্থবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। 'লাস মুজেরেস ইয়ো না লোরান' অ্যালবামের
জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
এই বিশেষ মুহূর্তে শাকিরা তার পুরস্কারটি অভিবাসী ভাইবোনদের জন্য উৎসর্গ করেছেন।
লস
অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিরাকে পুরস্কার তুলে দেন জেনিফার লোপেজ। দর্শক সারিতে ছিলেন শাকিরার দুই সন্তান, মিলান ও সাশা। পুরস্কার
পেয়ে শাকিরা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আমেরিকার দাবানলের কথা উল্লেখ করেন। সেই সাথে তার পাওয়া পুরস্কারটি অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করেন। তিনি বলেন, "আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।"
শাকিরা
বিশ্বের সকল কর্মজীবী নারীর পরিশ্রমকেও সম্মান জানান। তার এই অর্জনে অনেকেই
তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরস্কার নেওয়ার পর তিনি দর্শকদের একটি
চোখধাঁধানো পারফর্মেন্সউপহার
দেন এই গায়িকা।