চিত্রনায়িকা
পরীমণি, যিনি ‘ভালোবাসা সীমাহীন' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ
করেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা হলেও, আপন অভিনয় দক্ষতায় তিনি কর্মজীবনে সাফল্যের শিখরে পৌঁছেছেন।
অভিনয়ের
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। প্রায়ই নিজের ভালো লাগার বিষয়গুলো ভক্ত-অনুরাগীদের সাথে শেয়ার করেন।
সম্প্রতি,
পরীমণি মধ্যরাতে আলো-আঁধারের মাঝে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ছবিগুলোতে তাকে দোলনায় বসে থাকতে দেখা যায় এবং ক্যাপশনে তিনি নিজেকে ‘লক্ষ্মীপেঁচা' বলে উল্লেখ করেছেন।
-67a30584d9b33.png)
ছবিগুলো
ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি।
ইমতিয়াজ আহমেদ
নামের একজন ভক্ত সেই পোস্টে কমেন্ট করেছেন, কেবলই 'রঙিলা কিতাব' দেখা শেষ করে
ডাটা অন করা মাত্র আপনাকে প্রদর্শন করল। এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ।
মোঃ শাহিন
নামের আরেক ভক্ত লেখেন, আপু আপনি লক্ষ্মী পেঁচা না লক্ষী সোনা এটাই বাস্তব।
ফাহিম নামে
একজন কমেন্ট করেছেন, আপনাকে দিন দিন নতুন রূপে দেখা যাচ্ছে।