জনপ্রিয়
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অভিনেতা জিতু কমল তাদের নতুন সিনেমা "বাবু সোনা" নিয়ে দর্শকদের মাঝে রটে যায় বিদেশে প্রেম করছেন শ্রাবন্তী-জিতু। গত বছর তাদের
প্রেমের গুজব ছড়িয়েছিল। পরে জানা যায় পুরোটাই ছিল সিনেমার প্রচারণার অংশ।
আসছে ভ্যালেন্টাইন্স
ডে-তে বাঙালি দর্শকদের জন্য দারুণ এক কমেডি সিনেমা নিয়ে আসছেন শ্রাবন্তী-জিতু।
"বাবু সোনা" সিনেমায় শ্রাবন্তী এবং জিতু লন্ডনে বসবাসকারী বাবু ও সোনা নামের
দুটি চরিত্রে অভিনয় করেছেন। গল্পে তারা একটি শিশু অপহরণ করে এবং এই ঘটনার মাধ্যমে
তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সিনেমাটি হাসি-ঠাট্টা এবং অ্যাকশনে ভরপুর।
এই
সিনেমার দুটি গান ইতোমধ্যে মুক্তি পেয়েছে এবং সম্প্রতি ট্রেলারও প্রকাশ করা হয়েছে। ট্রেলার অনুষ্ঠানে শ্রাবন্তী জানান, "বাবু সোনা" নামটি তার কাছে খুব আদরের এবং এই নামে তিনি
জিতুকে ডাকতে চান। অপহরণের প্রসঙ্গে তিনি মজা করে বলেন, ‘যদি কিডন্যাপ করতেই হয়, তাহলে হয়তো জিতদাকে করতে পারি’
"বাবু
সোনা" সিনেমাটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ এবং প্রযোজনা করেছে এসকে মুভিজ। সিনেমাটিতে শ্রাবন্তী ও জিতু ছাড়াও
পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য এবং সাগ্নিক চট্টোপাধ্যায় অভিনয় করেছেন।