× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যারিস্টারি পড়তে লন্ডন যাচ্ছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ওপার বাংলাতেও। শুধু অভিনয় নয় তিনি পড়াশোনাতেও সমান মনোযোগী। এবার তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে, এই বছরই সেপ্টেম্বরে তিনি লন্ডনে পড়াশোনা শুরু করতে পারেন।

ফারিয়া গণমাধ্যমকে জানান, লন্ডনেবার অ্যাট ' পড়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা তার দীর্ঘদিনের স্বপ্ন। অভিনয়ের পাশাপাশি এই ডিগ্রি অর্জন করতে চান তিনি। এর আগে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকেব্যাচেলরস অব ' তে চার বছর শিক্ষা গ্রহণ করে সেকেন্ড ক্লাস পেয়েছিলেন।

ক্যারিয়ারের শুরুতে ফারিয়া রেডিও জকি হিসেবে কাজ শুরু করেন। এরপর মডেলিং বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে শোবিজে পা রাখেন। ২০১৫ সালে "আশিকী" চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এটি একটি যৌথ প্রযোজনার ছবি ছিল, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তা লাভ করে এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.