বলিউডের
তিন মহাতারকা - শাহরুখ খান, সালমান খান এবং আমির খান - আবারও একসঙ্গে। তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। কিন্তু কী কারণে তাদের
এই মিলন?
গতকাল (৫
ফেব্রুয়ারি) আমির
খানের ছেলে জুনায়েদ খানের বড় পর্দায় আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত একটি বিশেষ স্ক্রিনিংয়ে এই তিন সুপারস্টারকে
একসঙ্গে দেখা যায়। মুম্বাইয়ে অনুষ্ঠিত 'লাভিয়াপা'র বিশেষ প্রদর্শনীতে
শাহরুখ ও আমিরকে একে
অপরের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আমির হাসিমুখে শাহরুখকে স্বাগত জানাচ্ছেন। এই ঘনিষ্ঠ মুহূর্তটি
অনুরাগীদের মন জয় করেছে।
শাহরুখ শুধু আমিরের সঙ্গেই নয়, জুনায়েদ ও ইরা খানকেও
শুভেচ্ছা জানান এবং ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন।
এই
স্ক্রিনিংয়ে সালমান খানও উপস্থিত ছিলেন। আমিরের প্রিয় বন্ধু হওয়ায় জুনায়েদের প্রথম ছবির বিশেষ প্রদর্শনীতে তার উপস্থিতি ছিল প্রত্যাশিত। সালমানও আমির, জুনায়েদ এবং ইরার সঙ্গে একই ফ্রেমে ধরা দেন।
'লাভিয়াপা'
একটি রোমান্টিক সিনেমা, যেখানে জুনায়েদের বিপরীতে রয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের
কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। যদিও এটি জুনায়েদের প্রথম সিনেমা, এর আগে তিনি
২০২৪ সালে মুক্তি পাওয়া পিরিয়ড ড্রামা 'মহারাজ'-এর মাধ্যমে ওটিটি
প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন। অন্যদিকে, খুশি কাপুরের অভিষেক হয়েছিল জোয়া আখতারের 'দ্য আর্চিস'-এর মাধ্যমে।