× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বুড়ো বয়সে এটাই হয়', উদিতের কর্মকাণ্ডে উরফি

বিনোদন ডেস্ক।

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী উদিত নারায়ণ সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় কয়েকজন নারী ভক্তকে চুমু খেয়ে সমালোচিত হয়েছেন। এই ঘটনায় অনেকেই তার সমালোচনা করেছেন। এবার এই দলে আরেক সমালোচিত মডেল যোগ দিলেন মডেল উরফি জাভেদ।

উরফি জাভেদ উদিত নারায়ণের এই কাজকে তার বয়সের দোষ উল্লেখ করে বলেন, "উদিত নারায়ণের বয়স ৬৯ বছর। এই বয়সে এমনটা হয়। তাকে দোষ দিয়ে লাভ কি?"

এরপর উরফি উদিত নারায়ণের জনপ্রিয় গান 'পাপা ক্যাহতে হ্যায় বড়া নাম কারেগা' এর কথা পরিবর্তন করে বলেন, "এখন দেখছি বাবা (উদিত নারায়ণ) এসব কর্মকান্ড করে ছেলে (আদিত্য নারায়ণ) এর থেকে বেশি নাম করবে।"

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ 'টিপ টিপ বরসা পানি' গানটি গাওয়ার সময় কয়েকজন নারী ভক্তের সঙ্গে সেলফি তুলছিলেন এবং তাদের চুমু খাচ্ছিলেন। এই ঘটনায় অনেকেই হতবাক হয়েছেন এবং সমালোচনা করেছেন। শুধু সাধারণ ভক্ত নয়, শ্রেয়া ঘোষাল এবং অলকা ইয়াগনিকের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরাও উদিত নারায়ণের এমন আচরণের শিকার হয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.