ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান, যিনি এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করছেন, এবং ছোট পর্দার একসময়ের পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা, যার ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তাকে বারবার সংবাদের শিরোনামে এনেছে, তাদের দু'জনের পথ কখনো এক হয়নি। যদিও তারা একই অঙ্গনের মানুষ, তারা কখনো একসঙ্গে কাজ করেননি। তবে, সম্প্রতি প্রভা এক সাক্ষাৎকারে জানালেন এক অন্য কথা।
প্রভা জানান, শাকিব খানের সঙ্গে তার একটি ফটোশুট হয়েছিল। শাকিব খানকে সামনাসামনি দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, সঙ্গে সঙ্গেই বলে ফেলেন, "আপনি অনেক সুন্দর।"
প্রভা আরও বলেন, "আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে শেষ তার তিনটি সিনেমা দেখেছি এবং ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।"
শাকিব খানের কাজের প্রশংসা করে প্রভা বলেন, "শাকিব খানের প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে 'রাজকুমার' সিনেমাটি দেখে মনে হয়েছে, তিনি অনেক পরিশ্রম করেছেন।"
বড় পর্দায় কাজ করার বিষয়ে প্রভা বলেন, "বড় পর্দায় আমার ভাগ্য যেন সহায় হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কাজের প্রস্তাব এসেছে, কোনো না কোনো কারণে কাজটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি ভবিষ্যতে কাজ করা হয়, তাহলে সেটা তখনই বলবো।"
বর্তমানে প্রভা একজন সফল মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রে অবস্থিত 'দ্য মেকআপ একাডেমি' থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বিখ্যাত এবং বহু জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িত। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে।
সম্প্রতি দেশে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রভা। সেখানে তিনি তার অভিনয়, ক্যারিয়ার এবং শাকিব খান সম্পর্কে কথা বলেছেন।