সিয়াম আহমেদ অভিনীত ছবি ‘জংলি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি, অভিনেতা তার নতুন লুক প্রকাশ করেছেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
আগের পোস্টারে সিয়ামের কর্কশ লুক দেখা গেলেও, নতুন পোস্টারে তিনি সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন। খোঁচা খোঁচা দাড়ি-গোঁফের পরিবর্তে তিনি ক্লিন শেভড এবং চুলে জেল দিয়ে পরিপাটি করে রেখেছেন। আগের পোস্টারে কাকের উপস্থিতি থাকলেও, নতুন পোস্টারে দেখা যাচ্ছে পায়রা।
সিয়াম তার সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, "আমি আছি ‘জনি'র সাথে। ‘জংলি'র সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সাথে পরিচিত হওয়ার পালা।" এই পোস্টটি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি সিয়াম "জংলি" ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন?
পরিচালক এম রাহিম জানিয়েছেন, এই প্রশ্নের উত্তর পেতে হলে দর্শকদের সিনেমাটি দেখতে হবে। "জংলি" ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান এবং এরফান মৃধা শিবলু। ২০২৪ সালের শুরুতে ছবিটির শুটিং শুরু হয়।