জনপ্রিয়
অভিনেতা জাহিদ হাসান দীর্ঘ বিরতির পর আবারও নতুন
ধারাবাহিক নিয়ে দর্শকদের সামনে
হাজির। 'ভাল্লাগে
না' নামের এই নাটকটির গল্প
গড়ে উঠেছে বিয়েভীতি ও সংসারজীবনের ভয়কে
কেন্দ্র করে, যা ক্রমশই একটি মনস্তাত্ত্বিক জটিলতায় রূপ নেয়।
বৈশাখী
টেলিভিশনে নাটকটি প্রচারিত হচ্ছে। সপ্তাহের তিন দিন, অর্থাৎ শনি থেকে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে দর্শকরা
এটি দেখতে পারবেন। জাকির হোসেন উজ্জলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হানিফ খান।
নাটকের
কাহিনীতে পুলকের বিয়ে নিয়ে তার পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বরযাত্রী থেকে শুরু করে ব্যান্ড পার্টি সবকিছুই প্রস্তুত। তবে হঠাৎ খবর আসে, পাত্রী পালিয়ে গেছে। পুলকের এর আগেও সাতবার
বিয়ে ভেঙেছে। তাই বাড়ির লোকজন এখন আর তার বিয়ের
আশা রাখে না। তবে মজার বিষয় হলো, পুলক নিজে বিয়ে ও সংসারজীবন পছন্দ
করেন না বলে প্রতিবারই
গোপনে বিয়ে ভেঙে দিতেন। এই বিষয়টি নাটকের
মূল আকর্ষণ।
জাহিদ
হাসান বলেন, "নাটকটি একটি মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে তৈরি হয়েছে এবং আশা করি সবার ভালো লাগবে।" নাটকে আরও অভিনয় করেছেন স্বর্ণলতা দেবনাথ, ডা. এজাজ, সাদিয়া তানভীন, সৈয়দা নওশিন দিশা, তন্ময় সোহেল, আমিন আজাদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, শেখ চাঁদনী, মোমিন বাবু প্রমুখ।