প্রতিনিয়ত
নিজের শিল্পমগ্নতা ও ব্যক্তিত্বের নতুন
দিক তুলে ধরছেন অভিনেত্রী ও মডেল রুনা
খান। বয়স চল্লিশের কোঠায় থাকলেও, সেটি যেন কোনোভাবেই তাকে থামিয়ে রাখতে পারেনি। অভিনয় শৈলীতে যেমন তার দক্ষতা আছে, তেমনি সময়ের সঙ্গে নিজের রূপ-লাবণ্যও তিনি বজায় রেখেছেন।
বয়স
নিয়ে কখনও লুকোছুপি করেন না রুনা খান।
অভিনেত্রী নিজেই বলেন, "বয়স লুকানো যায় না, এটা লুকানোর বিষয় নয়। বয়স উদযাপন করার বিষয়।" তবে তাকে প্রায়ই অন্যান্য তারকাদের সঙ্গে তুলনা করা হয়, বিশেষ করে পঞ্চাশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। এই তুলনাকে ‘বোকা
চর্চা' হিসেবে মন্তব্য করেন রুনা।
সম্প্রতি
এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, "আমি আগে একবার বলেছি, জয়া আপা বাংলাদেশের অন্যতম সফল ও নিবেদিত অভিনেত্রী।
আমার মতে, একজন শিল্পীর সঙ্গে তুলনা করা কখনওই সুন্দর ব্যাপার না।"
এমনকি
চল্লিশ পেরিয়ে, আজও আবেদনময়ী এই দুই অভিনেত্রী।
অবশ্য এ বিষয়ে রয়েছে বিস্তর
সমালোচনা।
যার প্রতিক্রিয়া জানিয়ে রুনা বলেন, "সমালোচনা আমার কাছে অনেক ভালো লাগে, আমি উপভোগ করি। আমি জানি, সবাইকে খুশি করা সম্ভব নয়। যারা পছন্দ করবে তারা প্রশংসা করবে, আর যারা পছন্দ
করবে না, তারা সমালোচনা করবে। এবং সমালোচনার মধ্য দিয়েই কাজ ভালো হয়।"
রুনা
তার কথা আরও বলেন, "আমরা আর কচি খুকি
নই, বয়স ও অভিজ্ঞতা এসেছে।
গঠনমূলক সমালোচনা সবসময়ই ভালো, আমি সেটা স্বাগত জানাই। তবে পরশ্রীকাতরতা বা আকর্ষণ পাওয়ার
জন্য সমালোচনা আসলে সেটা আমার কাছে সঠিক নয়।"