× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো- নাঈম

বিনোদন ডেস্ক।

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চিত্রনায়ক বাপ্পারাজেরচাচা বাড়িঘর এত সাজানো কেন?’, ‘চাচা হেনা কোথায়?’ সংলাপ নিয়ে নেটিজেনরা বেশ মজা করছেন। এই ট্রেন্ডের উপর এবার একটি ফানি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনাজের (হেনা) স্বামী চিত্রনায়ক নাঈম।

ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী শাবনাজ, চিত্রনায়ক নাঈম, বাপ্পারাজ এবং আরও কয়েকজন। ভিডিওতে বাপ্পারাজ নাঈমকে প্রশ্ন করছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ উত্তরে নাঈম বলেন, ‘বাপ্পা, তুমি অনেক দেরি করে ফেলেছো, হেনার সঙ্গে আমার অনেক আগেই হয়ে গেছে।'  এই ভিডিওটি নিয়ে নেটিজেনরা বেশ হাস্যরস করছেন। একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ অভিনয় করেছেন নায়ক বাপ্পারাজ নাঈম ভাই, তার সঙ্গে শাবনাজ আপাকে অভিনন্দন।'  অন্য একজন বলেন, ‘অবশেষে হেনার কাহিনীর সমাপ্তি ঘটলো। শুভকামনা রইল নায়ক নাঈম, নায়িকা শাবনাজ এবং বাপ্পারাজসহ সকলকে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্তপ্রেমের সমাধিসিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ শাবনাজ। সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি ১৯৯১ সালেচাঁদনী'  সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। ১৯৯৬ সালেনির্মম' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান।

অন্যদিকে, বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি নব্বইয়ের দশকে তিনি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। বিশেষত, ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি গল্প নিয়ে সিনেমায় তার উপস্থিতি অনেকটাই দর্শকদের মনে দাগ কেটেছে, যার জন্য তিনিট্র্যাজেডি নায়ক' ব্যর্থ নায়কহিসেবে পরিচিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.