সামাজিক
যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চিত্রনায়ক বাপ্পারাজের ‘চাচা বাড়িঘর এত সাজানো কেন?’,
‘চাচা হেনা কোথায়?’ সংলাপ নিয়ে নেটিজেনরা বেশ মজা করছেন। এই ট্রেন্ডের উপর
এবার একটি ফানি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনাজের (হেনা) স্বামী চিত্রনায়ক নাঈম।
ভিডিওতে
দেখা যায়, অভিনেত্রী শাবনাজ, চিত্রনায়ক নাঈম, বাপ্পারাজ এবং আরও কয়েকজন। ভিডিওতে বাপ্পারাজ নাঈমকে প্রশ্ন করছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ উত্তরে নাঈম বলেন, ‘বাপ্পা, তুমি অনেক দেরি করে ফেলেছো, হেনার সঙ্গে আমার অনেক আগেই হয়ে গেছে।' এই
ভিডিওটি নিয়ে নেটিজেনরা বেশ হাস্যরস করছেন। একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ অভিনয় করেছেন নায়ক বাপ্পারাজ ও নাঈম ভাই,
তার সঙ্গে শাবনাজ আপাকে অভিনন্দন।' অন্য
একজন বলেন, ‘অবশেষে হেনার কাহিনীর সমাপ্তি ঘটলো। শুভকামনা রইল নায়ক নাঈম, নায়িকা শাবনাজ এবং বাপ্পারাজসহ সকলকে।’
উল্লেখ্য,
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ ও শাবনাজ। সিনেমাটিতে
হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী' সিনেমার
মাধ্যমে অভিনয় শুরু করেন। ১৯৯৬ সালে ‘নির্মম' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান।
অন্যদিকে,
বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে
তিনি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। বিশেষত, ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি গল্প নিয়ে সিনেমায় তার উপস্থিতি অনেকটাই দর্শকদের মনে দাগ কেটেছে, যার জন্য তিনি ‘ট্র্যাজেডি নায়ক' ও ‘ব্যর্থ নায়ক’
হিসেবে পরিচিত।