× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বিষয়টি খুব সেনসেটিভ, এটি নিয়ে আপাতত কথা বলতে চাই না’

বিনোদন ডেস্ক।

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সংগীতশিল্পী হৃদয় খান আবারও সংসার ভেঙেছেন। অভিনেত্রী ও মডেল সুজানা জাফরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি পারিবারিকভাবে বিয়ে করেছিলেন হুমায়রাকে, কিন্তু সেই সংসারও আর টেকেনি।

বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বারবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন হৃদয় খান, এবং এবারও তিনি আলোচনা কেন্দ্রবিন্দুতে। তার বাবা, সংগীত পরিচালক রিপন খান গণমাধ্যমে বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কাছে কোনো তথ্য নেই, এবং হৃদয়ের সঙ্গে এ নিয়ে আমার কোনো কথা হয়নি।"

অন্যদিকে, সংসার ভাঙার বিষয়টি নিয়ে হৃদয় খান গণমাধ্যমে বলেন, "বিষয়টি খুব সেনসেটিভ, তাই আপাতত কোনো কথা বলতে চাই না।" জানা গেছে, দীর্ঘ কয়েক বছর সংসার করার পর হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে হুমায়রা তাকে ডিভোর্স দিয়েছেন। 

আরও জানা গেছে, হুমায়রাই আগেই ডিভোর্স লেটার পাঠিয়েছেন, তবে হৃদয় ও তার পরিবার এই বিষয়টি গোপন রেখেছিল। 

উল্লেখ্য, ২০১৫ সালের ১ আগস্ট হৃদয় খান তার ক্যারিয়ারের শুরুতেই সুজানা জাফরকে বিয়ে করেন, তবে বয়সে বড় সুজানাকে বিয়ে করে তিনি বেশ আলোচিত হন। কিন্তু তাদের সংসার দীর্ঘস্থায়ী হয়নি এবং ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

সুজানার সঙ্গে ডিভোর্সের পর ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর, পারিবারিকভাবে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। এটি ছিল তার তৃতীয় বিয়ে। এর আগে তিনি পূর্ণিমা আকতার নামের এক মেয়েকেও বিয়ে করেছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.