বলিউড
অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি মা হওয়ার ব্যাপারে
তার অনুভূতি এবং জীবনযাপন নিয়ে কিছু কথা শেয়ার করেছেন। তিনি জানান, মা হওয়া নিয়ে
তার মাঝে অতিরিক্ত আবেগ নেই; বরং তিনি জীবনটাকে জীবনের মতো করেই দেখতে চান।
গতকাল (১৮
ফেব্রুয়ারি) বিকেলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ছবি একদিকে
যেমন নতুন মা হওয়ার অভিজ্ঞতা,
তেমনি এক মহিলার নিজের
মতো করে বাঁচতে চাওয়ার প্রতীক।
ছবিতে
দেখা যায়, তার মেয়ে মুঠো পাকিয়ে রেখেছে এবং তার মুঠোর মধ্যে ঠেকিয়ে রেখেছেন তার স্বামী, ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলর। ছবিটি শেয়ার করে রাধিকা লিখেছেন, "বড় হাতের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে খুব ভালোবাসি এবং আমাদের খুবই সৌভাগ্য যে তোমাকে পেয়েছি।"
এছাড়া,
তিনি হ্যাশট্যাগে ‘ফেভরিট পারসন' (প্রিয় মানুষ) লিখে বেনেডিক্টকে আরও একবার শ্রদ্ধা জানান। অভিনেত্রীর এই পোস্টে তার
অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন, একজন লিখেছেন, "শুভ জন্মদিন পাপা," সংগীতশিল্পী বেনেডিক্ট টেলরকে উদ্দেশ্য করে।
এটি
স্মরণীয় যে, রাধিকা আপ্তে ২০১১ সালে বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে বসবাস শুরু করেন এবং পরবর্তীতে ২০১২-১৩ সালে তাদের
বিয়ে হয়। প্রায় ১২ বছর পর,
২০২৪ সালে মা হওয়ার সুখবর
দেন তিনি।