পর্দায়
তেমন ব্যস্ত না থাকলেও অন্য
কাজে বেশ সক্রিয় রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। প্রায় প্রতিদিনই ভক্তদের কাছে নিজেকে ভিন্ন সাজে উপস্থাপন করেন তিনি, কখনো আবার ব্যক্তিগত মুহূর্তও শেয়ার করেন। এবার এক নতুন সাজে
প্রকাশিত হয়েছেন অপু বিশ্বাস, যা দেখে তার
ভক্তরা মুগ্ধ।
সম্প্রতি,
সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিগুলোতে নায়িকাকে দেখা যায় লাইট পিংক কালারের একটি শাড়িতে। স্পষ্টতই, গোলাপি রঙে তিনি বেশ মুগ্ধ রূপে হাজির হয়েছেন।
অপু
বিশ্বাস সাজে কোনো ঘাটতি রাখেননি। গোলাপি শাড়ির সঙ্গে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে রুপালি গয়নাগাটি। গলায় ছিল কাজ করা একটি রুপালি নেকলেস, মিলিয়ে পরা কানের দুল, এবং সিলভার-গোল্ড কম্বিনেশনের দুটি ব্রেসলেট।
তার
মেকআপেও ছিল গোলাপির উজ্জ্বল আভাস। উজ্জ্বল
ত্বকের সঙ্গে পিংক লিপস্টিক তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। পিংক-অরেঞ্জ নেইলপলিশও ছিল তার সাজে, যা চোখে পড়ার
মতো।
ছবিতে
অপু ভিন্ন ভিন্ন পোজে ধরা দিয়েছেন। একটি গ্র্যান্ড পিয়ানোর সামনে বসে বা হেলান দিয়ে
নানা রকম পোজে ক্যামেরার সামনে এসেছেন তিনি। পাঁচটি ছবির এই পোস্টে অপু
ক্যাপশনে লিখেছেন, "গোলাপি রঙ করুণা, ভালোবাসা
এবং আগলে রাখার অনুভূতি তুলে ধরতে পারে।"
অপুর
এই নতুন সাজ দেখে তার ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন, বিশেষ করে তার রূপের প্রশংসায় ভেসে উঠেছেন অনেকে।
এদিকে,
কিছুদিন আগে জিম থেকে ছবি প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। এর পর থেকেই
গুঞ্জন উঠেছে যে, হয়তো তিনি নতুন কোনো ছবির কাজ শুরু করতে যাচ্ছেন এবং এজন্য নিজেকে প্রস্তুত করছেন। তবে এ বিষয়ে এখন
পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।