রহমত,
মাগফেরাত ও নাজাতের বার্তা
নিয়ে পবিত্র মাহে রমজান মুমিনের সামনে হাজির হয়। আল্লাহ তায়ালার পক্ষ থেকে এই মাসে অসীম
রহমত ও বরকত নেমে
আসে। রমজান হল আত্মার পরিশুদ্ধি
ও তাকওয়া অর্জনের মাস।
এই
মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা রাখা। শরিয়তের ভাষায়, রোজা হলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌনসম্পর্ক এবং আল্লাহ ও তাঁর রসুলের
নিষিদ্ধ সব কাজ থেকে
বিরত থাকা।
বিশ্বজুড়ে
মুসলিমরা এই মাসটি ইবাদত
বন্দেগী, সেহরি খাওয়া, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও নিষিদ্ধ কাজ
থেকে বিরত থাকা, এবং সূর্যাস্তের পর ইফতার করার
মাধ্যমে কাটিয়ে থাকেন। তারপর রাতের এক বিশেষ অংশ
'তারাবি' নামাজে কাটান।
বলিউড
বাদশাহ শাহরুখ খানও রমজানে রোজা রাখার চেষ্টা করেন। এক সাক্ষাৎকারে তিনি
নিজেই এই কথা জানিয়েছিলেন।
২০১৩ সালে ঈদ উপলক্ষে চেন্নাই
এক্সপ্রেস মুক্তির পর এক ইন্টারভিউতে এক ভক্ত তাকে
রমজানে রোজা রাখার বিষয়ে প্রশ্ন করেন।
শাহরুখ
খান জবাবে বলেন, “হ্যাঁ, রোজা রাখি। তবে দু-চারটা রোজা
কখনো ছুটে যায়। কারণ আমাকে পিঠের ব্যথার ওষুধ নিতে হয়, তাই দু-চারটি রোজা
মিস হয়ে যায়। তবে মাশাআল্লাহ, অধিকাংশ রোজাই রাখা হয়।"
ধর্ম
নিয়ে অনেক সময় কটাক্ষের মুখে পড়লেও শাহরুখ সবসময় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ঈদের দিনও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাকে, এবং রমজানে ইফতার পার্টিতেও অংশ নেন বলিউডের এই কিং খান।