ইসরায়েলি
সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার যৌথ পরিচালনায়
নির্মিত তথ্যচিত্র 'নো আদার ল্যান্ড' ৯৭তম অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।
আজ (৩ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম
ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানায়।
প্রতিবেদন
অনুসারে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি
থিয়েটারে ৯৭তম অস্কার প্রদান অনুষ্ঠান চলছে। বাংলাদেশ সময় আজ (৩ মার্চ) ভোর
৫টায় অস্কারের ঘোষণা শুরু হয় এবং ‘নো
আদার ল্যান্ড' সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত হয়।
এই
তথ্যচিত্রে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ এবং আগ্রাসনের চিত্র তুলে ধরা হয়েছে। এটি নির্মাতা বাসেল আদ্রার গল্প অনুসরণে তৈরি, যেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে তার জন্মস্থান মাসাফের ইয়াত্তার ধ্বংসের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
পুরস্কার
গ্রহণ করে আদ্রা বলেন, "গেল কয়েক দশক ধরে পশ্চিম তীরের বাসিন্দারা যে কঠিন বাস্তবতার
মুখোমুখি হচ্ছেন, তা এই ডকুমেন্টরিতে
প্রকাশ পেয়েছে।" তিনি অস্কারের মঞ্চে গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ এবং বন্দিদের মুক্তির আহ্বানও জানান।
আদ্রা
আরও বলেন, "প্রায় দুই মাস আগে আমি বাবা হয়েছি। আমার মেয়ে যেন এখনকার মতো জীবনযাপন না করে, সেটা
আমার আশা। বিশেষ করে, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ভয়ে বসবাস করতে হয় আমাদের। আমার
সম্প্রদায় মাসাফের ইয়াত্তা ইসরায়েলি দখলদারিত্বের অধীনে। তাই আমি অচিরেই এই যুদ্ধ বন্ধের
আহ্বান জানাচ্ছি।"