টালিউডের
জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জির
প্রেমের গল্প শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও বেশ আলোচিত। তারা কখনোই তাদের সম্পর্ক লুকিয়ে রাখেন না; বরং একে অপরকে ভালোবাসা প্রকাশ করে, একান্ত মুহূর্তগুলো শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
এদিকে,
বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত
সম্প্রতি তাদের বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া
বলেন, "আর কবে বিয়ে
করবে, বলুন তো, আমি কী চিন্তায় আছি!"
তিনি আরও বলেন, "ছেলেটা তো বিয়ে করছে
না। কবে করবে, কে জানে?" পিয়ার
মতে, বনি তাকে বলেন যে, "এই তো পরের
বছরই বিয়ে করব," কিন্তু বারবার সিনেমার কাজ এসে পড়ায় তাদের বিয়ে হয় না।
বনি
সেনগুপ্ত নিজেও বিয়ের বিষয়ে বলেন, "মা অনেক দিন
ধরেই চাইছেন আমি এবং কৌশানি বিয়ে করি। আমাদেরও ইচ্ছে আছে। অনেক পরিকল্পনাও করে রেখেছি, ডেস্টিনেশন বিয়ের কথাও ভাবছি। কিন্তু শুটিংয়ের কাজ এসে যাওয়ায় আমাদের বিয়ে পিছিয়ে যাচ্ছে।"
কৌশানি
বলেন, "জীবনে সব কিছু পরিকল্পনা
করে করা উচিত, তবে অনেক সময় পরিকল্পনা থাকলেও সঠিক সময়ে কিছু হয় না। সব
কিছুই ভাগ্যের ওপর নির্ভর করে। যখন বিয়ে হওয়ার সময় হবে, তখনই হবে। সেই সময় এলে আমি এবং বনি বিয়েটা করব।"