× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সৃজিত আমার খুব ক্লোজ, আমার গুবলু-পাগলটা- ঋতাভরী

বিনোদন ডেস্ক।

০৬ মার্চ ২০২৫, ১৯:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করে সংসার পাতেন। তবে তাদের দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। মিথিলাকে বিয়ে করার আগে সৃজিতের একাধিক প্রেমের সম্পর্ক ছিল। সৃজিতের এবং অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সম্পর্ক ছিল অনেকটা ওপেন সিক্রেট। তাদের ঘনিষ্ঠতা সবার নজরেই ছিল।

তবে মিথিলাকে বিয়ের পর ঋতাভরীর সঙ্গে সৃজিতের সম্পর্ক অনেকটাই দুর্বল হয়ে পড়ে এবং তাদের মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি সৃজিত ঋতাভরীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং ২০২৫ সালের ক্যালেন্ডার লঞ্চেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিথিলার স্বামী সৃজিত।

এ বিষয়ে সম্প্রতি ঋতাভরী মুখ খুলেছেন। সৃজিত এবং তার সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে ঋতাভরী বলেন, “আমি কখনোই এই বিষয়ে কিছু বলিনি। সৃজিত যা খুশি বলতে পারে, সে এক ধরনের পাগল! আমার কাছে সে এমনই। সৃজিত আমার খুব কাছের মানুষ। আমরা ৭-৮ বছর একে অপরের সাথে কথা বলিনি, তবে এখন আমরা সত্যি বলতে বন্ধুত্ব উপভোগ করছি।”

ঋতাভরী আরও বলেন, “আমি কখনোই এটা নিয়ে কথা বলার জন্য কমফোর্টেবল অনুভব করিনি। সৃজিত এত বড় পাবলিক ফিগার। তাকে একেকজন একেকভাবে দেখে। কেউ তাকে ভক্তি করে, কেউ একেবারে সহ্য করতে পারে না। কেউ তাকে এত রেগে থাকে যে, ওর গায়ে মি টু পর্যন্ত ঠেকিয়ে দিতে চায়, আবার কেউ বলে, সৃজিতের মতো মানুষ আর হয় না… আমি সব কিছুই শুনি। তবে আমার কাছে সৃজিত হচ্ছে ‘গুবলু’।”

সৃজিতের সঙ্গে তার সম্পর্কের অবনতির দায়ও ঋতাভরী নিজের কাঁধে নিয়ে বলেন, “আমি সৃজিতের হৃদয় ভেঙেছি। আমি কখনোই এটা নিয়ে গর্বিত হব না। যা করেছি তা ভুল ছিল। অনেক বছর আমি ভেবেছি, সৃজিত আমাকে ঘৃণা করে। আমি বিস্তারিত বলব না, তবে শুধু এটুকু বলব, যা করেছি তা আমার ভুল ছিল।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.