বক্স অফিসে ব্যর্থ হয়েছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত ছবি ‘জিগরা’। ভাসন বালা পরিচালিত এই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। প্রেক্ষাগৃহ ছিল ফাঁকা, আর পরিচালকও ছবির বক্স অফিসে ব্যর্থতার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তার মতে, বক্স অফিসে ছবির সফলতা নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যে পড়ে এবং ছবির ব্যর্থতার কারণ বিশ্লেষণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন তিনি।
এবার আলিয়া ভাট নিজেই এই ছবি নিয়ে মুখ খুলেছেন। অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, অভিনয় করে আমি কখনও তৃপ্তি পাই না। আর এই ভাবনাটাই আমার কাছে ভালো লাগে। গত বছর আমার একটি ছবি খুবই আশানুরূপ ফল করতে পারেনি। কিন্তু ওই ঘটনার পর আমি শক্তি পেয়েছি আরও ভালো কাজ করার জন্য।”
তিনি আরও বলেন, এই ধরনের ব্যর্থতা তাকে আরো উৎসাহী করে তোলে এবং এটি তার পেশাদারিত্বের অংশ হিসেবে তিনি একে স্বীকার করেন। আলিয়া জানান, তিনি বারবার চেষ্টা করে যেতে চান, এবং এটাই তার স্বপ্ন।
প্রসঙ্গত, ‘জিগরা’ ছবিটি গত বছর অক্টোবরে মুক্তি পায়। ছবির কাহিনি একটি ভাইবোনের সম্পর্ক নিয়ে, যেখানে দিদির চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং তার ভাইয়ের চরিত্রে ছিলেন বেদাঙ্গ রায়না।