× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘ডন থ্রি' কে না বলে দিলেন কিয়ারা

বিনোদন ডেস্ক।

০৬ মার্চ ২০২৫, ২০:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ২০১৯ সালেকবির সিংএবং কমেডি ড্রামাগুড নিউজ’- অভিনয় করে দর্শকদের মন জয় করেন। চলতি বছর ফারহান আখতারেরডন থ্রি’-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল কিয়ারার। তবে, এবার শোনা যাচ্ছে যে তিনি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি থেকে সরে যাচ্ছেন। যদিও কিয়ারার পক্ষ থেকে এখনও বিষয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, সিনেমাটি ছাড়ার জন্য অভিনেত্রী এবং পরিচালক বা প্রযোজকের সঙ্গে কোনো মতবিরোধ হয়নি।

এদিকে, কিছুদিন আগে কিয়ারা এবং সিদ্ধার্থ মালহোত্রা একটি পোস্টে জানিয়ে দেন যে কিয়ারা মা হতে চলেছেন। তবে অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও অভিনেত্রী কাজ থামিয়ে দেননি। তিনি বর্তমানেটক্সিক’-এর শুটিং শেষ করে এখনওয়ার টু’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন হৃতিক রোশান এবং জুনিয়র এনটিআর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.