সম্প্রতি পর্দায় ব্যস্ততা বেড়েছে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। নতুন সিনেমায় কাজ করছেন তিনি এবং এর পাশাপাশি শিক্ষকতা ও গবেষণায়ও সক্রিয় রয়েছেন।
বাংলাদেশের এই অভিনেত্রীর ওপার বাংলাতেও কাজের আনাগোনা রয়েছে। সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সুখী সংসার গড়েছিলেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, তাদের সম্পর্ক আর আগের মতো সুখী নয়।
এক সময় সেখানে নানা কাজে ব্যস্ত থাকতেন মিথিলা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মিথিলাকে বলতে শোনা যায়, "দুই বাংলাতেই কাজ করতে ভালো লাগে। ওপার বাংলার সহশিল্পীরা আমাকে আপন করে নিয়েছে এবং সেখানকার পরিচালকেরাও আমাকে কাজ করার জন্য কমফোর্ট জোন দিয়েছেন। আমি সেখানে নতুন, তারপরও কমফোর্ট জোনে কাজ করে যাচ্ছি এবং সামনে আরও কাজ করে যাব।"
তবে মিথিলা তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় ছিলেন, বিশেষত তার দাম্পত্য জীবন নিয়ে অনেক গুঞ্জন উঠেছে। সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা, ট্রল-বুলিংয়ের শিকারও হয়েছেন তিনি। এসব বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমার ওপর কোনো প্রভাব পড়ে না, আমি এসব কিছুই পাত্তা দিই না।"