× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাগুরায় শিশু ধর্ষণের দ্রুত বিচারের দাবি জানালেন শাকিব খান

ডেস্ক রিপোর্ট

০৯ মার্চ ২০২৫, ১৬:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাগুরায় বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। এই ন্যক্কারজনক ঘটনাটি 'টক অব দ্য কান্ট্রি'-তে পরিণত হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ প্রতিবাদ। ইন্টারনেটেও নিন্দার ঝড় বইছে।

হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শিশুটির অচেতন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষের মনে দাগ কেটেছে। দেশের তারকারাও এই ঘটনায় চুপ থাকতে পারেননি।

তারকারা এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করছেন। ঢাকাই মেগাস্টার শাকিব খান আজ ( মার্চ) ফেসবুকে শিশুটির জন্য স্পষ্ট বিচার চেয়েছেন। তিনি হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লিখেছেন, 'উই ওয়ান্ট জাস্টিস'

শাকিবের এমন প্রতিবাদে তার ভক্তরাও খুশি হয়েছেন। তবে অনেকেই দেশে ধরনের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। শাকিবের মন্তব্যঘরে তার ভক্তরা দ্রুত বিচার দাবি করেছেন এবং কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে। শনিবার শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ভাশুরকে আসামি করা হয়েছে।

শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাইকোর্ট এই মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.