ঢাকাই সিনেমার
জনপ্রিয় অভিনেত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাস ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সিনেমা থেকে কিছুটা দুরে থাকলেও ব্যস্ত সময় পার করছেন নিজের
পরিবার, শো-রুম উদ্বোধন, ব্রাইডাল ফটোশ্যুট, এন্ডোর্সমেন্ট ইত্যাদি নিয়ে। সম্প্রতি
তিনি শাকিব খানের নতুন সিনেমা বরবাদ এর ট্রেলার দেখার অনুভূতির কথা জানতে চাওয়া হলে
তিনি ঢালিউড মেগাস্টার শাকিব খানকে বলিউড কিং শাহরুখের সঙ্গে তুলনা করতে বলেন, আমার
ঘরেই তো শাহরুখ খান রয়েছে।
বরবাদ সিনেমাটি
হলে গিয়ে দেখবেন কিনা জানতে চাইলে ঢালিউড কুইন বলেন, হ্যাঁ ইচ্ছে আছে। আমি ট্রেলার
দেখেই অত্যন্ত এক্সাইটেড। আর ফেসবুক পেইজ থেকে আমিই প্রথম ট্রেলার শেয়ার করেছি।
অপু বিশ্বাস
বলেন, আমি অনেকের মত লম্বা লম্বা রচনা লিখতে বা ব্যাখা করতে পারি না। এসব আমার হাস্যকর
লাগে। মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে অসম্ভব।
নিজের নতুন
সিনেমার ব্যাপারে জানোতে চাইলে অপু বলেন, আমার কাছে মনে হয় ভাল কাজ করতে হলে নিজেকে
অনেক বেশি সময় দেওয়া দরকার। আমি আপাতত নিজেকে অনেক সময় দিচ্ছি এবং প্রস্তুত করছি সামনে
নতুন সিনেমার জন্য।
দর্শকপ্রিয়তা
এবং ভক্তদের সময় দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি ভক্তরা আমাকে যতটা কম কাছাকাছি
পাবে, তত বেশি তাদের মধ্যে আমার সিনেমাগুলো হলে গিয়ে দেখার আগ্রহ বাড়বে।
সিনেমায় ফিরতে
কিছুটা সময় নিলেও তিনি ভক্তদের উদ্দেশ্যে জানান সামনে তিনি অনেকগুলো চমক উপহার দিতে
যাচ্ছেন।