× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্লেব্যাকে ফিরলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক।

১০ মার্চ ২০২৫, ১৯:১২ পিএম । আপডেটঃ ১০ মার্চ ২০২৫, ১৯:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ বিরতির পর সিনেমার গানে ফিরছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। জানা গেছে, আলোক হাসান পরিচালিত অ্যাকশন ঘরানার ছবিটগর' গান গাইবেন তিনি।

গানটির সুর সংগীত পরিচালনা করেছেন আয়ুষ দাস, আর এর লিরিক্স লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। গানটির কিছু কথা এমন— "হবেরে খেলা, কাঁপবে শহর- খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর" গানটি নিয়ে আসিফ আকবর বলেন, "অনেক দিন পর এমন একটি গান গাইলাম। আসলে ধরনের গান গাওয়া কিছুটা কষ্টকর। এখন আমার বয়সও বেড়েছে। তবে গানটি আমার খুব পছন্দ হয়েছে, আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।"

এদিকেটগর' সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ পূজা চেরি। প্রথমে আদর আজাদের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির, তবে শুটিং শুরুর আগে দীঘি বাদ পড়েন এবং তার জায়গায় পূজা চেরি নেওয়া হয়।

এছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক এবং এর সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.