সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাও বর্তমানে জেলবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে লাভেলে রোডে অবস্থিত তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, যেখানে বিপুল পরিমাণ নগদ টাকা এবং রসিদবিহীন সোনা উদ্ধার করা হয়।
কয়েকদিন আগে ১৫ কেজি সোনা
(যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা)
নিয়ে বিমানে ওঠার সময় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রান্যা রাও।
এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকার
সোনা ও ২ কোটি
৬৭ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে, সোনা এবং টাকার কোনো রশিদ তিনি দেখাতে পারেননি।
দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়েছে, রান্যা রাও গত বছর নভেম্বর
এবং ডিসেম্বরে দুবাই থেকে সোনা কিনেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, তিনি এত বেশি সোনা
নিয়ে জেনেভা যেতে চান, তবে সেসব না করে তিনি
ভারতে ফিরেছেন। এছাড়া, অভিযোগ রয়েছে যে, এর আগেও রান্যা
দুবাই থেকে ভারতে সোনা পাচার করেছেন এবং গত ১৫ দিনে
তিনি চারবার দুবাই গিয়েছিলেন।
ডিআরআই গোয়েন্দাদের সন্দেহ হয় তার ঘন
ঘন দুবাই-ভারত সফরের কারণে। গ্রেপ্তারের পর রান্যা রাও
দাবি করেন যে, তাকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে। তবে, তদন্তকারীরা বলেন, তিনি তদন্তে সহযোগিতা করছেন না এবং তাই
তাকে হেফাজতে রাখা হলে প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই
পরিস্থিতিতে তার জামিন পাওয়ার সম্ভাবনা কঠিন বলে মনে করছে পুলিশ।
পুলিশের ধারণা, শুধু রান্যা নয়, তার স্বামীও এই চোরাচালানের সঙ্গে
জড়িত। তাই তার বিয়ের ভিডিও এবং অতিথিদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে, যাতে সোনা পাচার চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করা যায়। পুলিশ মনে করছে, এতে আরও বড় চক্রান্তের হদিস
পাওয়া যেতে পারে।