আসন্ন
ঈদে ঢালিউডে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন ধারার সিনেমা 'দাগি ও ‘বরবাদ'।
একদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বহুল আলোচিত চলচ্চিত্র ‘দাগি',
অন্যদিকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ'। দুই সিনেমার
মুক্তি ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকলেও, আলোচনা হচ্ছে শাকিব খানের বিশাল ফ্যানবেসের সামনে নিশোর সিনেমা টিকে থাকতে পারবে তো?
'দাগি'
সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন, যেখানে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে
কামাল। এটি মূলত একটি অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা, যেখানে এক বন্দির সংগ্রামের
গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতীয় এসভিএফ ও বাংলাদেশের আলফা
আই এন্টারটেইনমেন্ট।
অন্যদিকে,
শাকিব খানের ‘বরবাদ' পরিচালনা করেছেন নবাগত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এটি রোমান্স ও প্রতিশোধের কাহিনি
নিয়ে নির্মিত বাণিজ্যিক ঘরানার ছবি।
প্রচারণার
ক্ষেত্রে ‘বরবাদ' অনেকটাই এগিয়ে গেছে। ইতোমধ্যে শাকিব খান সিনেমাটির প্রচারে সরাসরি অংশ নিচ্ছেন। সিনেমার টিজার ও পোস্টার প্রকাশের
পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শাকিব খানের ভক্তরা বলছেন, "এবারের ঈদে একক আধিপত্য বিস্তার করবে ‘বরবাদ'।"
অন্যদিকে,
‘দাগি' সিনেমার
প্রচারণা কিছুটা পিছিয়ে রয়েছে। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর বেশ আলোচনা
তৈরি হলেও, বড় কোনো প্রচারণা
দেখা যাচ্ছে না। ফলে, মূলধারার দর্শকদের আকৃষ্ট করতে এটি কিছুটা ব্যাকফুটে চলে যেতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।
বাংলাদেশের
বাণিজ্যিক সিনেমার বাজারে শাকিব খানের প্রভাব দীর্ঘদিন ধরেই অপরিসীম। বিশেষ করে ঈদে তার সিনেমা মানেই ব্যাপক দর্শক প্রবাহ। বিশ্লেষকরা মনে করছেন, ‘বরবাদ’-এর ক্ষেত্রে শাকিবের
তারকা-খ্যাতি বড় ভূমিকা রাখবে।
তবে,
নিশোর ‘দাগি’ যদি ভিন্ন স্বাদের গল্প ও দুর্দান্ত নির্মাণশৈলীর
মাধ্যমে দর্শকদের মন জয় করতে
পারে, তাহলে এটি চমক সৃষ্টি করতে পারে। বিশেষ করে নিশোর নতুন লুক এবং জেল জীবনের থিম কিছুটা ব্যতিক্রমী মনে হচ্ছে।
বক্স
অফিস বিশ্লেষকদের মতে, শাকিব খানের ‘বরবাদ’ ঈদে অধিক সংখ্যক হল ও শো
টাইম পাবে, যা তাকে বড়
সুবিধা দেবে। অপরদিকে, ‘দাগি’ যদি ইতিবাচক রিভিউ পায়, তবে এটি দীর্ঘ মেয়াদে ভালো ব্যবসা করতে পারে।
এখন
প্রশ্ন একটাই শাকিব খানের রাজত্বের সামনে কি নিশোর ‘দাগি'
টিকে থাকতে পারবে? নাকি ‘বরবাদ' -এর দাপটে কোণঠাসা
হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর
মিলবে আসন্ন ঈদেই।