তারকারা
মাঝে-মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন, যা নিয়ে নেটিজেনরা
বিভিন্ন আলোচনা-সমালোচনা করেন আর জমে ওঠে রসালো সব গসিপ।
এদিকে,
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।
পরী
তার পোস্টে লিখেছেন, “আজ এখন যাকে
নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো, দেখো, সে যেন তোমার
দুঃখের কারণ না হয়। সোনা।”
এই
পোস্ট নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করছেন এবং বিভিন্ন মন্তব্য করছেন। তাদের মধ্যে অনেকেই মনে করছেন, পরী তার প্রাক্তন স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন।
বিশেষত, "সোনা" শব্দটি ব্যবহার করে তিনি রাজকে ইঙ্গিত করছেন বলে অনেকের ধারণা।
একজন
নেটিজেন পরীর পোস্ট শেয়ার করে মন্তব্য করেছেন, "পরী রাজকে ভুলতে না পেরে তাকে
নিয়ে এমন পোস্ট করেছে।" আবার, অন্য একজন নেটিজেন, ফারহান, বলেছেন, "কষ্ট পেয়ে এভাবে কেউ রাজকে মিস করার কী আছে? নিজেকে
নিজে ভালোবাসো।"
উল্লেখ্য,
পরী ও রাজ ‘গুণিন’
সিনেমার শুটিং করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন। ২০২১ সালের ১৭ অক্টোবর তারা
বিয়ে করেন এবং তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য জন্ম নেয়। তবে সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বর্তমানে পরী কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটাচ্ছেন।