× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হঠাৎ বুকে তীব্র ব্যথা; হাসপাতালে এ আর রহমান

বিনোদন ডেস্ক।

১৬ মার্চ ২০২৫, ১৫:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী আর রহমান। আজ (১৬ মার্চ) সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকদের একটি দল তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি হাসপাতালে আর রহমানের এনজিওগ্রাম করা হয়েছে এবং আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে রহমান বিদেশ থেকে ফিরেছিলেন, এরপরই তিনি চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান।

গত বছর হঠাৎ করেই প্রকাশ্যে আসে আর রহমান তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার এই ঘটনাটি অনেক অনুরাগী মেনে নিতে পারেননি। দম্পতির আইনজীবী জানিয়েছিলেন, তারা একে অপরকে সহ্য করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পর রহমান মন ভার করা একটি পোস্টও করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, "অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো।"

এদিকে, গত সপ্তাহেই সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তার আইনজীবী জানিয়েছিলেন, একটি অস্ত্রোপচার হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.