× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আমলনামা' নিয়ে মামলার হুঁশিয়ারি; যা বললেন রায়হান রাফী

বিনোদন ডেস্ক।

১৬ মার্চ ২০২৫, ১৯:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে রায়হান রাফীর ওয়েব ফিল্মআমলনামা ১৩ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ছবিটি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক।

বিতর্কের মূল বিষয় হল, দাবি করা হচ্ছে যেআমলনামাওয়েব ফিল্মটি কক্সবাজারে ্যাবের হাতে ক্রসফায়ারের শিকার হওয়া আলোচিত একরামুল হকের ওপর নির্মিত। ফিল্মে একরামুল হককে মাদকদ্রব্য অন্যায় কাজের সঙ্গে জড়িত হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে রায়হান রাফির বিরুদ্ধে।

বিষয়ে একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পাশাপাশি একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে আয়েশা বেগম লিখেছেন, "রায়হান রাফী যদি বলে যে, এই মুভিটি একরামুল হকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, তাহলে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। আমি রায়হান রাফীকে বলবো, এই মুভিটির একরামুল হকের আসল ঘটনার সঙ্গে কোন মিল নেই, সবার সামনে এটা বলার জন্য অনুরোধ করছি।"

একরামুলের স্ত্রীর সেই স্ট্যাটাসের পরআমলনামা'  নিয়ে মুখ খুলেছেন পরিচালক রায়হান রাফী। তিনি দাবি করেছেন, এই ওয়েব ফিল্ম নির্দিষ্ট একটি ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত নয়।

রায়হান রাফী রোববার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “‘আমলনামাকোন নির্দিষ্ট ঘটনা ভিত্তিক নয়। এটি সকল বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি।" তিনি আরও দাবি করেন, "আমলনামা" বহু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। এটি প্রত্যেক বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ নির্মিত।

'আমলনামা' সিনেমার সুবাদে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। তার সহশিল্পী হিসেবে রয়েছেন গাজী রাকায়েত, তমা মির্জা, সারিকা সাবরিন, এবং কবি, গীতিকার নির্মাতা কামরুজ্জামান কামু। এছাড়া গীতশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, ইনায়া আর্যা অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.