× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬০ বছরে প্রেম করছেন আমির; ভাইজানের কিসের অপেক্ষা?

বিনোদন ডেস্ক।

১৭ মার্চ ২০২৫, ১৪:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জন্মের ষাট বছর পূর্তিতে বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান তার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে এনেছেন। এরপর থেকেই তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে মিডিয়ার। এবার এক অনুরাগী মজা করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘‘শাহরুখ কিংবা আমিরের তো একজন গৌরী আছে, তাহলে সালমানের গৌরী কে?’’ 

এই প্রশ্নের উত্তরে মজার ছলে আমির খান বলেন, ‘‘সালমান কী খুঁজবে আর?’’ বোঝাতে চাইলেন যে, সালমানের জন্য প্রেম বা বিয়ে সম্ভব নয়।

এরপর আমিরকে প্রশ্ন করা হয়, ‘‘সালমান কি কখনো তার এবং শাহরুখের কাছ থেকে প্রেম সম্পর্কিত কোনো পরামর্শ নেন?’’ উত্তরে আমির বলেন, ‘‘সালমান নিশ্চয়ই সেটাই করবে, যেটা ওর জন্য ঠিক হবে।"

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আমির এবং তার পার্টনার গৌরী স্প্র্যাটের সম্পর্ক প্রকাশ্যে আসে। ২৫ বছরের বন্ধুত্ব এবং দু'বছরের সাময়িক বিচ্ছেদের পর তারা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। আমির বলেন, ‘‘আমি এমন একজনের কথাই ভাবছিলাম, যার সঙ্গে নিজের মধ্যে সেই শান্তিটা অনুভব করতে পারব, যে আমাকে শান্তি দেবে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি যে মিডিয়ার সামনে আসাটা কেমন হতে পারে। ও এইসবের সঙ্গে একদমই অভ্যস্ত নয়, তবে আমি আশা করছি, আপনারা সেটা বুঝবেন।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.