× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে চিত্রনায়ক মুন্না'র ইফতার মাহফিল

শাহ্ রুদ্রাক্ষী আকরাম।

১৮ মার্চ ২০২৫, ১৩:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (১৭ মার্চ) আফতাবনগরের 'পোলারিস ক্যাফে' রেস্তোরাঁয় চিত্রনায়ক মোঃ মাহবুবুর রশিদ মুন্না'র আয়োজনে একটি বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও বিশেষ উপহার বিতরণ করা হয়।

বিশেষ এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নৌঅধিদপ্তরের মহাপরিচালক, সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তাগণ, আফতাবনগর ও আশেপাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, প্রিন্সিপাল, আলেম সমাজ ও রামপুরা আফতাবনগর এলাকার জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা।

চিত্রনায়ক মুন্না তার বক্তব্যে উপস্থিত সকলকে রমজানের শুভেচ্ছা ও জুলাই অভ্যুত্থানকালে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ইফতার ও দোয়া মাহফিল নিয়ে বলেন, আজকের মাহফিল শুধু ইফতার নয়, এটি আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের প্রকাশ। 

এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব, কার্যনির্বাহী সদস্য সনি রহমান ও রোমানা ইসলাম মুক্তি, অভিনেতা শিবা শানু, চিত্রনায়ক কায়েস আরজু সহ চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার শিল্পী কলাকুশলী এবং নির্মাতাগণ। তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরও বেড়ে যায় বলে মন্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক মুন্না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.