এবারের
ঈদে মুক্তি পাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। অভিনেতার পরবর্তী
সিনেমা নিয়ে বর্তমানে উন্মাদনা তুঙ্গে।
'গাজনি'
খ্যাত পরিচালক এ আর মুরুগাদসের
সঙ্গে এই সিনেমায় জুটি
বেঁধেছেন সালমান খান, আর তাই এই
সিনেমা বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে তা অনেকটা নিশ্চিতভাবেই
বলা যায়। সম্প্রতি,
সালমান তার নতুন সিনেমার শ্যুটিং শেষ করেছেন এবং এর পরেই জনসম্মুখে
আসেন। তবে, ভাইজানকে দেখে কিছু ভক্ত রীতিমতো হতাশ হয়েছেন।
প্রায়
এক বছর ধরে দাড়ি-গোঁফের জবরদস্ত লুক ধারণ করেছিলেন সালমান, কিন্তু নতুন সিনেমার শ্যুটিং শেষ করে হঠাৎ করেই সেই লুক পরিবর্তন করেছেন। এবার তাকে দেখা গেল ক্লিন-শেভড লুকে। সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি নতুন লুকে বেরিয়ে গাড়িতে উঠছেন। ভিডিওটি প্রকাশের পর দ্রুত ভাইরাল
হয়ে যায়।
নেটিজেনদের
বড় একটি অংশ, বিশেষত সালমান ফ্যানরা, তার নতুন লুক দেখে তৃপ্ত নন। কেউ কেউ বলছেন, সালমানের বয়স এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আবার কেউ সাদা দাড়ি নিয়ে মন্তব্য করছেন। তাদের মতে, বয়সের ছাপ পড়েছে এবং তার মুখে সেটি স্পষ্ট হয়ে উঠেছে। তবে, অনেক ফ্যান আবার এই নতুন লুককেও
পছন্দ করেছেন, এবং বলছেন, সালমান এখনো বলিউডের অন্যতম সুন্দর নায়ক।
'সিকান্দার'
সিনেমার শ্যুটিং ৯০ দিন ধরে
মুম্বাই ও হায়দরাবাদসহ বিভিন্ন
জায়গায় হয়েছে। ২০১৪ সালের ‘কিক’-এর পর আবারও
সালমানের সিনেমা প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। মনে করা হচ্ছে, সালমান-সাজিদ জুটি আবারও একটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিতে চলেছেন। এছাড়াও, 'সিকান্দার' শেষ হলে সাজিদ নাদিয়াদওয়ালা পরবর্তী সিনেমা ‘কিক ২’ নিয়ে কাজ
শুরু করবেন সালমান।