× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেবকে কাঞ্চন

জায়গার মাল জায়গায় নেই, নিজ মাল হাতে ধরে দাঁড়িয়ে আছি দাদা

বিনোদন ডেস্ক।

১৯ মার্চ ২০২৫, ১৪:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনেতা, দেব কাঞ্চন মল্লিক, রাজনৈতিক সাংস্কৃতিক দিক থেকে একে অপরের সঙ্গী। একজন তৃণমূলের সাংসদ, অন্যজন বিধায়ক। ভারতের গত লোকসভা নির্বাচনের সময় তাদের মধ্যে সুসম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে এবং এটি চর্চার বিষয় হয়ে উঠেছিল।

এবার, পঁচিশেরস্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এর মঞ্চে একসঙ্গে উপস্থিত হলেন এই দুই তারকা। আর সেখানেই দেব কাঞ্চন মল্লিকের উদ্দেশে মন্তব্য করেন, “আপনার এই জীবনটা দেখে আমার খুব হিংসে হয়।

কাঞ্চন মল্লিক, যিনি সাধারণত সবসময় চর্চায় থাকেন, বিশেষ করে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তার বিয়ের পর থেকে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার বিষয় হয়ে উঠেছেন। এবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মঞ্চে সেই প্রসঙ্গ টেনেই দেব কাঞ্চনকেবিদ্রূপকরেন। অনুষ্ঠানে কাঞ্চন স্কন্ধকাটা সাজে উপস্থিত হয়ে দর্শকদের বেশ হাসিয়েছেন।

দেব বলেন, “আপনি আমাদের এত টেনশনে রেখেছেন, বিয়ে করার আগে আপনাকে দেখতে হয়, ভ্যালেন্টাইনস ডে-তে আপনি কী করছেন? সেটা দেখতে হয়। হানিমুন কোথায় করতে গিয়েছেন? সেটা দেখতে হয়।

তারপর দেব আরো যোগ করেন, “দীঘা ঘুরতে গিয়েছেন সেটাও আমাকে দেখতে হয়েছে। কম্পিটিশন বেড়ে যাচ্ছে। কী করব? এত কম্পিটিশন বেড়ে যাচ্ছে, আপনার এই জীবনটা আমার খুব হিংসে হয়।

কাঞ্চন অবশ্য দেবের কথায় পালটা মন্তব্য করতে ছাড়েননি। হাসতে হাসতে তিনি বলেন, “লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে! কিন্তু কী করব বলুন, জায়গার মাল জায়গায় নেই, নিজ মাল হাতে ধরে দাঁড়িয়ে আছি দাদা।

দেব রসিকতার সুরে পালটা বলেন, “ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া খুললেই আপনাকে দেখা যায়।

এই মজার কথোপকথনের ভিডিও এখন নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে উঠেছে, আর সেই দৃশ্য শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মজা উপভোগ করছেন দর্শকরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.