× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যাওয়ার্ড শোতে জ্যান্ত মাছ নিয়ে কি করছেন মনামী?

বিনোদন ডেস্ক।

১৯ মার্চ ২০২৫, ২০:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

কলকাতা শহরে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এক জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন টলিপাড়ার প্রথম সারির তারকারা। এদিকে, এভারগ্রীন বিউটি অভিনেত্রী মনামী ঘোষও দুই দিনেই উপস্থিত ছিলেন, এবং তার স্টাইল স্টেটমেন্ট ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

এইবারও মনামী তাঁর অনন্য স্টাইল দিয়ে সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠানে তিনি বার্বি লুকে হাজির হন, গ্লাস পনি টেল এবং সাদা জামায় তার সৌন্দর্য্যে বাড়তি আভা ছিল। তবে, সবচেয়ে চমক ছিল তার হাতে। কাচ দিয়ে তৈরি একটি ব্যাগ, এবং তাতে চলছিল এক 'বেটা' প্রজাতির মাছ! হ্যাঁ, জ্যান্ত মাছ নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন মনামী।

এই মাছ নিয়ে আসার পেছনে তার উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা। মনামী জানিয়েছেন, "আমি যে জামাটি পরেছিলাম তা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে তৈরি। আমার বার্তা হলো, সমুদ্রে বর্জ্য ফেলার পরিবর্তে পুনর্ব্যবহার করে সমুদ্রকে দূষণমুক্ত রাখা সম্ভব। পরিবেশের সমতা বজায় রাখা আমাদের দায়িত্ব।"

অভিনেত্রীর এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে অনেকের কাছ থেকে। তিনি দেখিয়ে দিলেন যে, এভাবে সচেতনতা তৈরি করা সম্ভব।

দ্বিতীয় দিনেও মনামী চমক দেখান। তিনি পরেছিলেন দড়ির তৈরি ৪৫ কেজির একটি জামা। যদিও এই ভারী জামা এবং হাইহিল পরেও এক মুহূর্তের জন্যও তাকে অস্বাচ্ছন্দ্য মনে হয়নি। ৪০ বছর বয়স পেরিয়ে গেলেও তার মধ্যে তরুণীর উচ্ছ্বাস রয়েছে, যা দেখে ভক্তরা প্রশংসা করতে ভুল করেননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.