পর্দায়
একাধিকবার একসঙ্গে দেখা গেছে অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তানিয়া
বৃষ্টিকে, যা তাদের ভক্তদের
মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে দেয়। তবে, তারা দুজনেই এ সম্পর্ককে শুধুমাত্র
বন্ধুত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এবার আরশ খান স্পষ্টভাবে জানান, তানিয়া তার খুব ভালো বন্ধু ছিলেন না।
সম্প্রতি
এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন আরশ খান। সেখানে তানিয়ার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে আরশ
বলেন, "আমরা কখনোই ভালো বন্ধু ছিলাম না।"
আরশ
বলেন, “আমি সস্তা কথা বলতে পছন্দ করি না, তাই আমি এমন কোনো কথা বলি না যা অপ্রাসঙ্গিক
বা ভিত্তিহীন। মানে, যদি আপনি আমাকে ভালো লাগে, আমি কখনোই বলব না, 'আপনাকে আমার ভালো লেগেছে।’”
তিনি
আরও বলেন, “আমি মুখোশধারী মানুষ না, তাই এই ধরনের বিষয়
নিয়ে কথা না বলাই ভালো।”
এমন
মন্তব্যের পর, আরশের কথা ভাইরাল হয় এবং অনেকেই
তার কথার ভঙ্গি নিয়ে সমালোচনা করেন। বেশ কিছু নেটিজেন তানিয়াকে নিয়ে তার বক্তব্যে কটাক্ষ করেছেন। তবে, তাদের কিছু ভক্ত দাবি করেছেন যে, হয়তো তানিয়া বৃষ্টি আরশকে এমনভাবে কষ্ট দিয়েছেন, যার ফলে তাকে এই ধরনের মন্তব্য
করতে বাধ্য হয়েছেন অভিনেতা।