ধর্মের
দিকে ফিরে যাওয়ার বিষয়টি শোবিজের তারকাদের জন্য নতুন কিছু নয়। দেশের এবং বিদেশের বহু তারকা এ পথ অনুসরণ
করেছেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনেও এমন অনেক উদাহরণ রয়েছে। এবার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা তার নতুন জীবনযাপন নিয়ে আলোচনায় এসেছেন।
অনেক
দিন ধরেই নানা কারণে শিরোনামে এসেছেন লুবাবা, এবং নেটিজেনদের কাছে তিনি হাসির খোরাক হিসেবেও পরিচিত। তবে তার বয়স এবং সময়ের সাথে এসব আলোচনা থেকে সবাই সরে এসেছে। এখন তিনি যে নতুন রূপে
আলোচনায় এসেছেন, তা ভিন্ন। সিমরিন
লুবাবা দীর্ঘদিন ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। পাশাপাশি, সামাজিক মাধ্যমে নিয়মিত ভ্লগিং করছেন—ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং ছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন।
বর্তমানে
তার পরিবর্তন নিয়ে নানা প্রশংসাও শুনতে পাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে, তিনি
ইসলামের পথে আসা নিয়ে তার অনুভূতি শেয়ার করেন এবং পরকালের গুরুত্ব তুলে ধরেন। লুবাবা বলেন, "আশেপাশের মডার্ন জীবনের অনুকরণ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের আসল লক্ষ্য, পরকাল, ভুলে যাই। যেমন, আমরা মিডিয়াতে কাজ করি—এটা করা যায়, কিন্তু কাজের ইসলামী উদ্দেশ্য অনুসরণ করা অনেক ভালো। ইসলামের পথে চলা আমার জীবনের সেরা সিদ্ধান্ত।"