× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়লেন বর্ষা

বিনোদন ডেস্ক।

২১ মার্চ ২০২৫, ১৬:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজে নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত। নিয়মিত ধর্মীয় আচার-রীতি পালন করেন তিনি, এবং সম্প্রতি মক্কায় গিয়ে ওমরাহ হজ পালন করেছেন। সেখান থেকে ফিরেই এক চমকপ্রদ সিদ্ধান্ত জানান দিলেন বর্ষা।

গত বৃহস্পতিবার, চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বর্ষা ঘোষণা করেন, তিনি অভিনয় ছাড়বেন। তার মতে, কিছু সিনেমা এখনও হাতে রয়েছে, যা শেষ করার পর তিনি আর কোনো নতুন কাজ করবেন না।

অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বর্ষা বলেন, "আমি বাস্তববাদী, তাই বাস্তবতাকে মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছি। মনে হয়, নায়িকাদের জন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সিনেমায় ভালো লাগে, আর ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও এই বয়সের পর আর কাজ করা উচিত নয়।"

তিনি আরও জানান, "আমার বড় ছেলের বয়স ১০, আর ছোট ছেলের ৭। কিছু বছরের মধ্যে বড় ছেলের বয়স ১৪-১৫ হয়ে যাবে। তখন যদি সে দেখে মা সিনেমার নায়িকা, তো কী ভাববে? এসব চিন্তা থেকেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।"

বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে একমত হয়ে, অনন্ত জলিলও বলেন, "এখন যেসব নায়িকারা কাজ করছেন, তাদের অনেকের বয়স বর্ষার চেয়ে কম। তবুও, বর্ষা এই সিদ্ধান্ত নিয়েছে।"

২০১০ সালে "খোঁজ: দ্য সার্চ" সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন বর্ষা, যেখানে তার সহশিল্পী ছিলেন অনন্ত জলিল। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তারা নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে বিয়ে করেন এবং তাদের সংসারে দুটি পুত্রসন্তান, আরিজ ইবনে জলিল আবরার ইবনে জলিল রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.