বলিউডের
সুপারস্টার সালমান খান, যিনি নানা বিতর্কের মধ্যে থেকেও বহু মানুষের কাছে দেবতার মতো। তার মানবিক কাজের জন্য অনেক অসহায় ও দুস্থ মানুষ
নাকি নতুন জীবন পেয়েছেন। যদিও তিনি এসব নিয়ে কখনো বেশি কিছু বলেন না, তার কর্মকাণ্ড কিন্তু সবাই জানে। করোনার সময়, পুরো একটি গ্রামের খাদ্যসংকটের দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছিলেন। এমনকি নিজের ভিলায় অনেক মানুষকে আশ্রয়ও দিয়েছিলেন।
সম্প্রতি
একটি সাক্ষাৎকারে সালমানকে প্রশ্ন করা হয়েছিল, তার আয়ের ৯০ শতাংশ কোথায়
চলে যায়। শোনা যাচ্ছে, তার আয়ের অধিকাংশই নাকি মানবকল্যাণে খরচ হয়ে যায়! এই প্রশ্নের উত্তরে
সালমান কিছুক্ষণ চুপ থাকেন, তারপর হেসে বলেন, "৯০ শতাংশ না
হলেও, বেশিরভাগটাই মানুষের উপকারে চলে যায়।" এরপর তিনি জানান, তাদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ সাহায্য চাইতে আসেন। তার বাবা সেলিম খান এই সাহায্যগুলো একের
পর এক চেক সই
করে দেন—কেউ চিকিৎসা খরচ, কেউ অপারেশনের টাকা, এবং কখনো কখনো কাউকে ফেরানো হয় না।
তিনি
আরও বলেন, "এর ফলে, আমার
নিজের খরচের জন্য কেবল ১০ শতাংশ থাকে।
বাবা যেভাবে সাহায্য করেন, তাতে আয় না বাড়িয়ে
উপায় নেই। 'বিইং হিউম্যান' থেকে যা মুনাফা আসে,
সেটাও মানুষের সেবায় চলে যায়।"
বলিউডে
সালমান খানের মানবিক কাজের অনেক উদাহরণ রয়েছে। বহু অভিনেতার ক্যারিয়ার তিনি তৈরি করেছেন, অনেককেই অর্থ সহায়তা দিয়েছেন। এক সময় অর্জুন
কাপুরকে নিজে প্রশিক্ষণ দিয়েছিলেন। যদিও পরে তাদের মধ্যে কিছু টানাপোড়েন দেখা দিয়েছিল, তা এখন অতীত।
বর্তমানে সালমান সম্পূর্ণভাবে ব্যস্ত রয়েছেন বলিউডের ভবিষ্যৎ গড়ার কাজে।