× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথমবারের মত ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানি তারকা আইমা বেগ

বিনোদন ডেস্ক।

২৩ মার্চ ২০২৫, ২০:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। ১২ এপ্রিল, ঢাকার সেনা প্রাঙ্গণে আয়োজিত 'ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড' কনসার্টে উপস্থিত থাকবেন তিনি। এই কনসার্টটির আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

গতকাল (২২ মার্চ)  শনিবার ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান কনসার্টটি নিশ্চিত করেছে।

আয়োজক সংস্থা জানায়, 'ওয়ান ট্রু সাউন্ড' ব্যানারে নিয়মিতভাবে দেশি শিল্পীদের নিয়ে কনসার্টের আয়োজন করা হয়। তবে এবার এটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীও কনসার্টে অংশ নেবেন। কনসার্টের টিকিট এবং বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

আইমা বেগ ২০১৬ সালে পাকিস্তানি সিনেমালাহোর সে আগেতে প্রথম প্লেব্যাক করেন, যেখানে তিনি তিনটি গানে কণ্ঠ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.