× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সিকান্দার'-এ সালমানের বিরুদ্ধে শাকিব খানকে নকল করার অভিযোগ

বিনোদন ডেস্ক।

২৪ মার্চ ২০২৫, ১০:৪৮ এএম

ছবিঃ সংগৃহীত।

আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমাসিকান্দার' ইতোমধ্যে শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিং, তবে এর আগেই সালমান খানের বিরুদ্ধে বিতর্কের ঝড় উঠেছে। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যা এখন নেটপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিতর্কের সূত্রপাতসিকান্দার' ছবির প্রযোজক যখন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেজোহরা যবিন গানটি শেয়ার করেন। নেটিজেনরা অভিযোগ করেন, সালমান এই গানে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানেরপ্রিয়তমা' ছবিরকুরবানি কুরবানি' গানের নকল করেছেন। ওই গানে শাকিবের লুক, ডান্স স্টেপ এবং কোরিওগ্রাফি নাকি হুবহু মিল রয়েছেজোহরা যবিন' গানের সঙ্গে, এমনটাই দাবি নেটিজেনদের।

এদিকে, যদিওজোহরা যবিন' গানটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে, তবে তার মধ্যেই প্রযোজকদের বিরুদ্ধেচুরি' করার অভিযোগ উঠেছে। এক সমালোচক এক্স হ্যান্ডেলে দুটি গানের ভিডিও শেয়ার করে গানের কোরিওগ্রাফির মধ্যে প্রচুর মিল দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে সালমানের অনুগামীরা এই অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের মতে, “পোশাকের মিল মানেই অনুকরণ নয়।অন্যদিকে, কিছু নেটিজেন ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, “কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে!” আরেকজন মন্তব্য করেছেন, “ভাইজান তো প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন।" এমনই নানা তর্ক-বিতর্কে সরগরম হয়ে উঠেছে নেটপাড়া।

এদিকে, ‘জোহরা যবিন' গানটি গত দু'সপ্তাহ আগে মুক্তি পেয়েছে, যা প্রীতমের সুরে নাকাশ আজিজ গেয়েছেন এবং সমীর আর দানিশ সাবরি লিখেছেন। 'সিকান্দার' ছবির এই গানে সালমানের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.