× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তামিম ইকবালের সুস্থতা কামনা করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক।

২৪ মার্চ ২০২৫, ১৫:৫২ পিএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৫, ১৫:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাভার বিকেএসপি মাঠে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। তার অসুস্থতার খবর শোনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছে পুরো দেশবাসী, এবং দেশের তারকা অঙ্গনও এতে চিন্তিত।

এরই মধ্যে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। আজ (২৪ মার্চ) দুপুরে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে লেখেন, "বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।" শাকিবের এই পোস্ট ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীরা তামিমের জন্য প্রার্থনা সুস্থতা কামনা করেন।

প্রসঙ্গত, আজ (২৪ মার্চ) সকালে মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে সাভার বিকেএসপি মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হলে তাকে জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার হার্টে রিং পরানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তামিম ইকবাল একিউট এমআই (হার্ট অ্যাটাক) এর শিকার হন, যার ফলে তার কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে। প্রাথমিক চিকিৎসায় প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে, যার পরবর্তীতে জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়। এই প্রক্রিয়া ব্লকেজ কমিয়ে হার্টে রক্তপ্রবাহ বৃদ্ধি করেছে, যা তার দ্রুত সুস্থতায় সহায়তা করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.