× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘নেত্রী: দ্য লিডার' সহ আর দু'টি সিনেমার পর আর অভিনয় করব না

বিনোদন ডেস্ক।

২৪ মার্চ ২০২৫, ১৬:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি জানান, পরিবারের কথা চিন্তা করে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা বলেন, "আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কিছু বছর পর বড় ছেলে ১৪-১৫ বছরে পা দেবে। তখন যদি সে দেখে যে তার মা সিনেমার নায়িকা, তাহলে সে কী ভাববে? এসব চিন্তা করেই আমি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার সিদ্ধান্তকে সাধুবাদ জানান, আবার কেউ কেউ সমালোচনা করেছেন। এই পরিস্থিতিতে বর্ষা আরও একবার বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি এখনই অভিনয় ছাড়ছেন না। হাতে থাকা কিছু সিনেমার কাজ শেষ করে পরবর্তী সময়ে অভিনয় থেকে বিদায় নিবেন।

বর্ষা জানান, তার হাতে বর্তমানে তিনটি ছবি রয়েছে - ‘নেত্রী: দ্য লিডার', ‘মাসুদ রানা' এবংকিল হিম-'। এসব সিনেমার শুটিং শেষ করার পর তিনি নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন না।

অভিনেত্রীর মতে, "এই তিনটি সিনেমার শুটিং করতে বেশ কিছু সময় লাগবে, সম্ভবত দুই থেকে তিন বছর। কাজগুলো শেষ হলে আমি সিনেমা থেকে বিদায় নেব।"

এছাড়া, বর্ষা জানালেন যে, তিনি এখন থেকে পরিবারকেই বেশি সময় দিতে চান। তিনি বলেন, "আমি সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই এবং আদর্শ মা হতে চাই। আমাদের দায়িত্ব তাদের সুন্দর একটি ভবিষ্যত নিশ্চিত করা।"

২০১০ সালেখোঁজ: দ্য সার্চ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন বর্ষা, যেখানে তিনি অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন। এরপর, ২০১১ সালে তারা ভালোবেসে বিয়ে করেন এবং একসঙ্গে বেশ কিছু সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন, যেমনমোস্ট ওয়েলকাম', ‘নিঃস্বার্থ ভালোবাসা', ‘দিনঃ দ্য ডে', ‘কিল হিম' ইত্যাদি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.